সাহাপিডিয়া-ইউনেস্কো ফেলোশিপ ২০১৯ (2019)

আবেদনপত্র পাঠানোর  আহ্বান

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ 10th জুলাই, 2019

আপনি কি একজন উৎসাহী ছাত্র অথবা বিদ্যানুরাগী ব্যক্তি? ভারতের ঐতিহ্যময় সংস্কৃতি সম্পর্কে তথ্যানুসন্ধান ও গবেষণায় আগ্রহী? তবে এই সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে নিজেকে সংযুক্ত করার একটি সুযোগ রয়েছে আপনার সামনে। আমাদের কাছে আবেদন পত্র পাঠান।   

 

ফেলোশিপসম্পর্কে

আগ্রহী ছাত্র ও বিদ্যানুরাগী ব্যক্তিদের, ভারতের গৌরবময় সংস্কৃতির সঙ্গে যুক্ত থেকে এ সম্পর্কে তথ্যানুসন্ধানের সুযোগ দিতে পেরে, 'সাহা পিডিয়া'  অত্যন্ত আনন্দের সঙ্গে, নিজেদের ফেলোশিপ কর্মসূচীর তৃতীয় সংস্করণ ঘোষণা করছে।

 

অমূল্যসাংস্কৃতিকঐতিহ্যেরসুরক্ষা 2003-এরইউনেস্কোরসম্মেলন (এরপরইউনেস্কো 2003 সম্মেলনহিসাবেউল্লিখিত),  "অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের বৈচিত্র ও দীর্ঘস্থায়ী বিকাশের  গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলা" - এইভাবেই বিষয়টিকে উল্লেখ করা হয়ে থাকে। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলা আমাদের উদ্দেশ্য। দ্য সাহাপিডিয়া- ইউনেসকো ফেলোশিপ এই পরিকল্পনাকে রূপায়িত করার একটি প্রয়াস। এইভাবে ক্রমশ আরো বিস্তীর্ণ সমাজ, গোষ্ঠী ও ব্যক্তিমানুষের কাছে পৌঁছানো সম্ভব।   দ্যসাহাপিডিয়া –ইউনেস্কোফেলোশিপ 2019 ভারতসরকারের সংস্কৃতিমন্ত্রক দ্বারা অনুমোদিত। এই উদ্যোগের ফলে, সাংস্কৃতিক জগতের বৈচিত্রময় ক্ষেত্রে তথ্যনথিবদ্ধ ও জটিল গবেষণার কাজ চালাতে 'ফেলোগণ' উৎসাহিত বোধ করবেন। পারষ্পারিক যোগাযোগ ও আদান প্রদানের মাধ্যমে তাঁরা সমৃদ্ধ হবেন। তাঁদের নিজস্ব সৃজণশীলতার ক্ষেত্রে উন্নততর অবদান রাখতে পারবেন।    ফেলোদের দ্বারা সম্পাদিত এই গবেষণা এবং তথ্যনির্মাণ সাহাপিডিয়া ওয়েবপোর্টালে প্রকাশিত হবে।

 

ভাষা

এই বছরে নিম্নোল্লিখিত ভাষাগুলিতে ফেলোশিপ পাওয়া যাবে – ইংরেজি, হিন্দি,  বাংলা, তামিল এবং মালয়ালম।

 

যোগ্যতা

 কলাবিভাগ এবংসামাজিক বিজ্ঞানশাখাগুলিতে স্নাতকোত্তর অথবা তারউর্ধ্বে র্শিক্ষিত, অথবা সমতুল্য অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের জন্য ফেলোশিপ পাওয়া যাবে। আবেদনের বিষয়বস্তুতে পেশাদারী বা শিক্ষাগত দিক থেকে পূর্বঅভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। ভারতীয় ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, শুধু এমন ব্যক্তিদের জন্যই ফেলোশিপের আবেদনপত্র গ্রাহ্য হবে। যে সব ব্যক্তি পূর্বে সাহাপিডিয়া -ইউনেসকো ফেলোশিপ প্রদত্ত হয়েছেন, তাঁদের আবেদন অনুমোদিত হবে না।

  

মেয়াদকাল

1লা সেপ্টেম্বার 2019 এবং  15ই মার্চ 2020  এই আটাশ (28)সপ্তাহ  সময়-সীমার মধ্যে ফেলোশিপ সম্পূর্ণ করতে হবে।  নির্ধারিত সময়-সীমার মধ্যে কোনো ফেলোশিপ সম্পূর্ণ করতে না পারলে ফেলোশিপ বাতিল করা হবে।  অ্যানেক্সার 3-তে উল্লিখিত সময়-সীমা ও অ্যানেক্সার 5 এ উল্লিখিত এ বিষয়ে নিয়মাবলীর প্রতি প্রার্থীদের লক্ষ্য রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে।

 

শ্রেণীবিভাগ

ফেলোশিপগুলি গবেষণা, তথ্যনির্মাণ, অথবা দুটি বিভাগের মিশ্রণে বিভক্ত হতে পারে। তাঁদের বিভাগ নির্বাচনের উপর ভিত্তি করে,  নীচে প্রদত্ত তালিকা থেকে প্রার্থীরা তাঁদের প্রকল্পের বিষয়বস্তু নির্বাচন করতে পারেন। বিষয়সূচী তৈরির লক্ষ্যে প্রার্থীরা  অ্যানেক্সার 4-এওদেখতেপারেন।  অ্যানেক্সার- 5 এ থাকছে এই সম্পর্কীয় নিয়মাবলী।

 

প্রকল্পের বিষয়বস্তু

প্রতিটি ফেলোশিপ  তিনটি ঐচ্ছিক বিষয়বস্তু নিয়ে গঠিত। আবেদনেরসময়, প্রার্থীরা তিনপ্রকারের বিষয়বস্তু নির্ণয় করতে পারেন।

তিনটি বিষয়বস্তুর বিকল্পগুলি নীচে দেওয়া আছে। অ্যানেক্সার 1 ও 4 দেখতে অনুরোধ করা হচ্ছে।

১নং বিষয়বস্তুর বিকল্পগুলি থেকে একটি পছন্দ করতে হবে I
সচিত্র সংক্ষিপ্ত বিবরণ/পরিচয়মূলকনিবন্ধ (5-10 চিত্রসহ 3000 শব্দের মধ্যে), বা
ক্ষুদ্রতথ্যচিত্র (ইংরেজি ভাষান্তরসহ 15-20 মিনিটের, 500 শব্দের একটা সারসংক্ষেপসহ)  

২ ও ৩ নং বিষয়বস্তুর বিকল্পগুলি থেকে ২টি পছন্দ করতে হবে।
সম্পর্কিতনিবন্ধ (3-5 চিত্রসহ 1500-2000 শব্দের), অথবা
ছবির গ্যালারি (শিরোনামসহ 30-50 ছবি), অথবা

চিত্রসহপ্রবন্ধ (দৃশ্য কথার পরিপূরক হিসাবে  1000-1500 শব্দসহ 20 চিত্র)
একজন বিশেষজ্ঞ / পণ্ডিত / পেশাদার ব্যক্তির সঙ্গে পাঠ্যবিষয়ের সম্বন্ধে সাক্ষাৎকার (ন্যুনতম ১০টি প্রশ্নোত্তর সহ 1500 শব্দের),

এছাড়া, আঞ্চলিক ভাষাগুলিতে কর্মরত নির্বাচিত প্রার্থীদের ইংরেজিতে অনূদিত বিষয়বস্তু দিতে হবে।

 

অর্থজোগান

নির্বাচিত প্রার্থীদের  ₹44,445 অংকের একটা পুরস্কার মঞ্জুর করা হবে। ১৯৬১ খ্রীস্টাব্দে প্রচলিত আয়করআইন অনুসারে আয়কর বাদ দিয়ে পুরস্কারের পরিমান দাঁড়াবে  ₹40,000 যা নির্দিষ্ট বিষয়বস্তু সম্পূর্ণ করার উপর ভিত্তি করে, তিনটি কিস্তিতে দেওয়া হবে। আঞ্চলিক ভাষাগুলিতে কর্মরত ফেলোগণ নিজেদের কাজ অনুবাদের জন্য, অতিরিক্ত  ₹10,000 টাকা পাবেন।.

 

আবেদনের রেখা চিত্র

আবেদনপত্রের সঙ্গে নিম্নেউল্লিখিত বস্তুগুলি জমা দিতে হবে:

1. শিক্ষাএবংঅভিজ্ঞতার বিবরণীসহ একটি সংক্ষিপ্তজীবনপঞ্জী

2. অনধিক ২৫০ (250) শব্দের সারসংক্ষেপসহ ১০০০ (1000) শব্দের  একটি পরিকল্পনার রেখাচিত্র।

পরিকল্পনাটিকেবিষয়বস্তুনির্বাচন, গবেষণারপদ্ধতি, সময়সীমা, এবংবিষয়টিরউপরেবর্তমানেবিদ্যমানসাহিত্য/

কাজেরসঙ্গেঅন্তরঙ্গপরিচয়সহকাজেরপরিসরজানাতেহবে।
প্রস্তাবিত বিষয়বস্তু নির্বাচনের মধ্যে নির্দিষ্ট বিষয়ে কাজের পরিসর, গবেষণার পদ্ধতি স্পষ্ট ভাবে  জানাতে হবে। কোন সময়ের পরিপ্রেক্ষিতে কাজটি হচ্ছে  এবং সমসাময়িক সাহিত্য/কাজের সঙ্গে কতখানি পরিচয় আছে তা উল্লেখ করা প্রয়োজন।
সাহাপিডিয়ার কর্মধারার সঙ্গে প্রস্তাবিত পরিকল্পনাটির যেন সাযুজ্য থাকে।
https://www.sahapedia.org/

অন্তত: 1500 শব্দের (গবেষণারজন্য) একটালেখানমুনা (পূর্বেলিখিতপ্রবন্ধ), অথবা
৩) গবেষণার জন্য অন্তত ১৫০০ শব্দের একটি পূর্বলিখিত প্রবন্ধ নমুনা হিসাবে পাঠাতে হবে।

বিষয়বস্তুরনির্বাচনেরউপরভিত্তিকরে, ছবিতৈরিকরা/ভিডিওগ্র্যাফি (তথ্যনির্মাণেরজন্য),

অথবাদুটোতেই, প্রার্থীদের দক্ষতা যাচাই করার জন্য একটা 5-10 মিনিট দৈর্ঘ্যের ভিডিওক্লিপের URL লিঙ্ক পাঠাতে হবে।

4. প্রস্তাবিত বিষয়টি নিয়ে কাজ করার জন্য  গ্রন্থপঞ্জী/ বর্তমান সাহিত্য বা কাজের তালিকা। সংখ্যায় ১৫টির (15) বেশী নয়।

বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীদের নিম্নোক্ত Annexure গুলিতে অনুসন্ধান করতে বলা হচ্ছে।
Annexure I– ফেলোশিপের সংক্ষিপ্ত বর্ণনা
Annexure II – বিষয় নির্বাচনের শর্তাবলী
Annexure III – সময়সীমার বিবরণ
Annexure IV – বিষয়বস্তুর নির্মিতি সম্বন্ধে নির্দেশ
Annexure V – নিয়ম ও শর্তের বিবরণ।